![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/07/30/155735117652708_10222017851331294_932878811077632468_n.jpg)
শাওন করোনা পজিটিভ
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ১৫:৫৭
অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন শাওন। শুক্রবার দুপুরে শাওন বলেন, ‘আমার কভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’