নাটকের অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫০

‘ব্যাচেলর পয়েন্টে’ নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন।


মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেত্রী মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাগ্নে ও অভিনেতা আর এ রাহুল; অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৭ বছর।


গ্লিটজকে অভিনেতা রাহুল বলেছেন যুক্তরাষ্ট্রে দুই ছেলেমেয়ে আসিফ আহমেদ হৃদয় ও জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতির কাছে গিয়েছিলেন গুলশান আরা।


“সেখানে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। সকালে মৃত্যুর খবর পাই।"


এই অভিনেত্রীর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, অভিনেত্রীকে তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায় দাফন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও