
বিচ্ছেদের পরে সামনে এলেন নতুন জনি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৬
হলিউড অভিনয়শিল্পী জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। ২০২০–২১ সালের একটা বড় সময়জুড়েই তাঁরা একে অন্যের বিরুদ্ধে আদালতে লড়াই করেছেন। পরবর্তী সময়ে বিচ্ছেদ নিষ্পত্তির জন্য জনি ডেপকে গুনতে হয়েছিল ৭০ লাখ ডলার। শুধু তা–ই নয়, দুজনই একে অন্যের বিরুদ্ধে আনেন পারিবারিক নির্যাতনের অভিযোগ। এ নিয়ে গণমাধ্যমে একের পর এক আলোচনায় এলেও আসর থেকে নিজেকে সরিয়ে নেন জনি ডেপ। দীর্ঘ বিরতির পরে এই অভিনেতা এবার ফিরছেন নতুন সিনেমায়, নতুন রূপে।
জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছে, ডে ড্রিংকার সিনেমায় তাঁকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাঁ হাত রাখা। ডান হাতে গ্লাস।