অনুপ্রবেশকারীরাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর একটানা তৃতীয় মেয়াদ পার করছে। এরই মধ্যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তার পরিবারের নাম ব্যবহার করে ভুঁইফোঁড় অসংখ্য সংগঠন গড়ে উঠেছে। সংগঠনগুলোর কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে আওয়ামী লীগ বারবারই বলে এসেছে, তাদের গঠনতন্ত্রে উল্লেখ করা সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাড়া বাকি কোনো সংগঠনের সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের উপকমিটি থেকে সদ্য বহিস্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরের 'আওয়ামী চাকরিজীবী লীগ' নামক একটি সংগঠন নিয়ে সমালোচনা শুরু হয় ব্যাপকভাবে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক যুগে গড়ে ওঠা ৭৩টি সংগঠনের নাম পেয়েছে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগই বলছে, এর বাইরে আরও অনেক সংগঠন আছে, যেগুলোর কথা তাদের জানা নেই। সুযোগসন্ধানী এসব সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই মর্মে আলোচনাও শুনছি দায়িত্বশীল সূত্র থেকে। তবে দুঃখজনক হলেও সত্য, অনুসন্ধান করলে দেখা যাবে এসব ভুঁইফোঁড় সংগঠনের সঙ্গে যুক্তদের বেশিরভাগই অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠন থেকে আসা।