
কারা অনুবিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি কুষ্টিয়া জেলা কারাগারে বিরাজমান অনিয়ম ও দুর্নীতি রোধে যে ১৯ দফা সুপারিশ পেশ করেছিল, তার অধিকাংশই বাস্তবায়িত না হওয়ার বিষয়টি অনাকাক্সিক্ষত। এর ফলে দুর্নীতিবাজ চক্র শুধু পারই পাবে না; উপরন্তু দ্বিগুণ উদ্যমে দুর্নীতি করবে, যা মোটেই কাম্য নয়। দেশের কারাগারগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে যে কোনো উপায়ে। তা না হলে কারাগারগুলোয় যে সংকট ও নৈরাজ্য সৃষ্টি হবে, তা সামাল দেওয়া কঠিন হতে পারে। তবে শুধু কারাগার নয়; অন্যান্য প্রতিষ্ঠানকেও দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করা জরুরি।
- ট্যাগ:
- মতামত
- কারাগার
- অনিয়ম-দুর্নীতি