গণমানুষের শিল্পী ফকির আলমগীর
১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনের 'ঈদ আনন্দ মেলা' অনুষ্ঠানে ফকির আলমগীর একটি গান পরিবেশন করেন; 'ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে'! এ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় ওই সময়েই! গীতিকার আলতাফ আলী রচনা করেছিলেন সেই 'ঐতিহাসিক' গানটি। সেই গানে নিজেই সুর দিয়ে গেয়েছিলেন ফকির আলমগীর। অনেকের মতে, এই গানটিই ফকির আলমগীরের জীবনের শ্রেষ্ঠ গান। গীতিকার কবির বকুল অবশ্য তার বিরোধিতা করে বলেন- 'মায়ের এক ধার দুধের দাম'ই ফকির আলমগীরের শ্রেষ্ঠ গান। আমি কবির বকুলের সঙ্গে একমত। 'মায়ের এক ধার দুধের দাম' গানটি কী কারণে তার শ্রেষ্ঠ গান- সে বিষয়ে একটু পরে আসছি। তার আগে একটু পেছনে ফেরা যাক।