কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্নীতি ও সরকারি ব্যয় কমাতে না পারলে যে পরিণতি অপেক্ষা করছে

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৭:৩৭

দুর্নীতি ও একটি অকার্যকর রাজনৈতিক ব্যবস্থা সত্ত্বেও মোটামুটি উচ্চ প্রবৃদ্ধি ও উল্লেখযোগ্য উন্নয়ন সূচকের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ২০১৭ সালে, মার্কেট এক্সচেঞ্জ রেটে মার্কিন ডলারে রূপান্তরিত করার পর জিডিপির হিসাবে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে যায়। যদিও বাংলাদেশ তার যাত্রা শুরু করে অনেক নিম্ন অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়ন সূচক থেকে।


যাত্রা শুরু করেছিল এমন একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে, যা ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কিছু কিছু উন্নয়ন সূচকে একই আয়ের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনৈতিকভাবে অগ্রসর ভারতকেও। অবশ্য এই সামাজিক-মানবিক উন্নয়ন অনেকটাই ঘটেছে এনজিও প্রতিষ্ঠানগুলোর কল্যাণে। একই সময়ে অনেক গবেষক ও উন্নয়ন সহযোগী পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও