দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় এড়ানোর প্রধান হাতিয়ার, ‘অভিযোগ তো পাওয়া যায়নি!’ অনেক সময় দুর্ঘটনা অবশ্যম্ভাবী হয়ে ওঠে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার যাবতীয় উপসর্গ দৃশ্যমান হয় এবং সেই উপসর্গের কথা কর্তৃপক্ষের কানেও যায়। কিন্তু ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত বিপদ নেমে আসে। তারপরও সেই ‘বলে–কয়ে আসা’ বিপদের দায় কর্মকর্তারা নিতে চান না। বিশেষ করে কেউ যদি শুধু মৌখিকভাবে আসন্ন বিপদের কথা জানান এবং সেই অভিযোগ নথিবদ্ধ না হয়, তখন কর্মকর্তাদের পক্ষে ‘অভিযোগ পাওয়া যায় নাই’ বলা সহজতর হয়।
সাতক্ষীরার কালীগঞ্জে সুন্দরখালী স্লুইসগেটের কপাট নষ্ট হওয়া এবং নদীর পানি ঢুকে গরিব লোকজনের ঘরবাড়ি ও মাছের ঘের তলিয়ে যাওয়ার ঘটনায় কর্মকর্তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা উপরিউক্ত দায় এড়ানোর কথা স্মরণ করিয়ে দেয়।
You have reached your daily news limit
Please log in to continue
স্লুইসগেট বিকলে গ্রাম প্লাবিত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন