কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরিবার অবরুদ্ধ
সমকাল
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ২২:০৮
নেত্রকোনা শহরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করেছে অভিযুক্তদের স্বজনরা। এ ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। তবে তাদের একজন জামিনে ছাড়া পেয়েই মেয়েটির পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নেত্রকোনা পৌরসভার পারলার এলাকার রবীন্দ্র সূত্রধরের ছেলে কলেজছাত্র তিতাস সূত্রধর ও এসএসসি পরীক্ষার্থী পার্থ সূত্রধর প্রতিবেশী এক স্কুলছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল। তারা মেয়েটিকে দেখলেই নানা আপত্তিকর কথা বলে এবং তার শরীরে ও বাড়িতে ঢিল ছুড়ে মারে। এ নিয়ে ছাত্রীর বাবা প্রতিবাদ করলে গত বুধবার তাকে মারধর করে উত্ত্যক্তকারীদের স্বজনরা। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে