You have reached your daily news limit

Please log in to continue


আড়িঁপেতে ধারণকৃত কথোপকথন মিডিয়াতে প্রকাশ কতটা যৌক্তিক?

 

অভিযোগটা অনেক দিন থেকেই ছিলো। বিরোধী মতের মানুষের টেলিফোনে আড়িঁপাতা হয় বাংলাদেশেও। শুধু ভিন্নমতের রাজনীতিবিদ নন, সাংবাদিক, পেশাজীবিরাও এর শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। আড়িঁপাতার অভিযোগ প্রথম সামনে আসে হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনকালে। তার পরের সরকারগুলোর আমলে একই ধারাবাহিকতা বজায় থাকলেও বিতর্ক জোরালো হয়নি।

 

কিন্তুু গত কয়েক বছরে বিষয়টি আবারও সামনে উঠে এসেছে। কারণ হচ্ছে, টেলিভিশন ও অনলাইনগুলো ভিন্নমতের মানুষের ফোনের গোপণ কথোপকথন প্রকাশ করছে। মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিফেন্সের সুযোগ দেয় না। অনেক সময় অডিও প্রকাশের সময় সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন আইন প্রয়োগকারী সংস্থার জিম্মায়। আবার অনেক সময় মিডিয়াতে অডিও ক্লিপ আগে প্রকাশ হয়, পরে সংশ্লিষ্ট ব্যক্তি আটক হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন