You have reached your daily news limit

Please log in to continue


দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও  উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৭ জনে। এছাড়াও এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯০ জনের শরীরে।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৮৩ জনে। বুধবার (২১ জুলাই) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় ৭৯৬টি নমুনা পরীক্ষা করে ১৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে মারা গেছে নতুন করে ৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২৮৫টি, হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন