ছুটি পেলে গরিব-গরবা মানুষ কেন ‘দেশে’ যায়
সুযোগ পেলেই গরিব-গরবা মানুষগুলো কেন শহর থেকে গ্রামে যায়? দুর্ধর্ষ করোনা, কঠোর বিধিনিষেধ কিছুই তাদের ঠেকাতে পারে না। সরকারের বিধিনিষেধ, চাকরি যাওয়ার ভয়, পথে পথে ঝুঁকি-দুর্ঘটনা, কিছুই তারা পরোয়া করে না। গ্রামে যাবেই। এই প্রশ্ন অনেকেই করেন। বিশেষ করে ভদ্রলোক শ্রেণির মানুষেরা। গরিব মানুষগুলোর জন্য তাদের দরদ উথলে উঠেছে, ভাবার কারণ নেই। তারা প্রশ্ন করেন নিজেদের স্বার্থে। বাসার গৃহকর্মী কিংবা গাড়ির চালক ‘দেশে’ গেলে তাদের জীবন প্রায় অচল।