সমন্বয়হীন টিকা ব্যবস্থাপনা ভোগান্তিতে সাধারণ মানুষ

যুগান্তর প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ০৭:২৫

ছয় দিন আগে টিকার জন্য নিবন্ধন করেও এসএমএস পাননি আবুল কালাম নামের এক প্রবাসী শ্রমিক। মাসুদ নামের অপর এক বিদেশগামী জানান, ৭২ ঘণ্টার মধ্যে বিএমইটিতে নিবন্ধন হওয়ার কথা। আবেদনের চার দিন পার হলেও তার নিবন্ধন হয়নি। পুলিশ হাসপাতালে নিবন্ধন করেছেন, এসএমএস পেয়েছেন। কিন্তু পরপর দু’দিন গিয়েও টিকা পাননি এক গণমাধ্যম কর্মী।


নিবন্ধন ছাড়া টিকা নেওয়া যাবে না এমন নির্দেশনা রয়েছে। এর পরও নিবন্ধন ছাড়াই গাজীপুরে পোশাক কারখানায় ১২ হাজার শ্রমিককে টিকা দেওয়া হচ্ছে। নিবন্ধনের সময় কোনো ভুল হলে তা সংশোধন করা যাচ্ছে না। ত্রুটি সারানোর বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয় একে অন্যের দিকে ঠেল দিচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও