চঞ্চল-শাওন এবার গাইবেন ‘নিশা লাগিলোরে’
এনটিভি
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ১৮:৪০
আসছে ঈদে দেশের জনপ্রিয় দুই তারকা জুটি চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের দ্বৈত কন্ঠে শোনা যাবে নতুন একটি গান। আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’ এর দ্বিতীয় সিজনের জন্য এবার তাদের কন্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বারের মত এই গানটিরও সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী পার্থ বড়ূয়া।
শেষবার নন্দিত এই দুই আভিনয় ও কন্ঠশিল্পীকে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানে এমন রূপে দেখা গিয়েছিল, যে গানটি প্রকাশিত হওয়া মাত্রই তুলেছিল আলোচনার ঝড়। তবে সবকিছু ছাপিয়ে গানটি উঠে আসে দর্শক-শ্রোতাদের পছন্দের শীর্ষে। এই গানটির মাধ্যমে মূলত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পাওয়া এই দুই তারকা হয়ে উঠেছেন দেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত গানের জুটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে