ভয় পাননি সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল চলতি বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘরোয়া আয়োজনে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী।
অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির ইকবাল। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী। এ তারকা দম্পতির বিয়ে নিয়ে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন।
বিয়ের পরই এদিক-সেদিক ঘুরতে বেরিয়ে পড়েন তারা। ইতোমধ্যে সোনাক্ষী-জাহির আমেরিকা, ফিলিপাইন, ইতালিতে ঘুরে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব দেশের নানা সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। এবং সেখানকার বাজার থেকে অনেক কিছু কেনাকাটার তথ্যও জানিয়েছেন। এবার গেছেন অস্ট্রেলিয়ায়। এ মুহূর্তে দুজনে অস্ট্রেলিয়ার একটি আইল্যান্ডে আছেন। সেখান থেকেও একের পর এক ছবি-ভিডিও ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন এ জুটি। তবে সোনাক্ষী-জহির এবার যা করে দেখালেন, তাতে অবাক হয়েছেন নেটিজেনরা। দুজনের সাহসের তারিফ করতে হয়। সামনে ঘুরে বেড়াচ্ছে গিরগিটি, দাঁড়িয়ে সেটার ভিডিও করলেন তারা। সেই গিরগিটি দেখে যে কী মজা পেয়েছেন, সে কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এ জুটি।