এক কথায় বীভৎস। টেলিভিশনের পর্দায় বীভৎসতা আমাদের দেখতে হলো একটানা দীর্ঘ সময়। একেবারে উৎসে থেকে জীবন বাজি রাখা অর্থাৎ অগ্নিযোদ্ধা, সংশ্নিষ্ট দায়িত্বশীল এবং তাদের সহযোদ্ধা অসংখ্য মানুষের এই বিভীষিকার প্রত্যক্ষ মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আরও ভয়াবহ। এর পর থেকে পত্রিকার পাতায় উঠে আসছে মর্মস্পর্শিতার আড়ালের আরও কত মর্মস্পর্শী উপাখ্যান! ৮ জুলাই বিকেল থেকে পরদিন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় যে মর্মস্পর্শী ঘটনা ঘটে গেল, তা আমাদের শিল্প-কারখানার ব্যবস্থাপনাগত ত্রুটি, নিরাপত্তা ঝুঁকি, নানারকম অসংগতি ও ব্যাধির চিত্র সামনে পুনর্বার তুলে আনল। বিগত পাঁচ দশকে আমাদের শিল্প-কারখানার পরিধি অনেক বিস্তৃত হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই কারখানার কর্মপরিবেশ যে এখনও কর্মী কিংবা শ্রমিকবান্ধব হয়নি; রূপগঞ্জের ঘটনা এরই সাক্ষ্যবহ।
You have reached your daily news limit
Please log in to continue
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা কি দুরূহ?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন