তামিল সিনেমার যুবরাজ কিংবা কলিউডের মেগাস্টার বলা হয় দক্ষিণ সুপারস্টার বিজয় থালাপতি। সম্প্রতি সময়টা যেন ভালো যাচ্ছে না দক্ষিণের এই তারকার৷
ভারতের বাইরে থেকে আমদানিকৃত রোলস রইস গোস্ট নামক গাড়ির জন্য ট্যাক্স ছাড়ের আবেদন করার পর মাদ্রাজ হাইকোর্ট কর্তৃক তাকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।