You have reached your daily news limit

Please log in to continue


ভাঙনে ঘর হারাচ্ছেন চরবাসী

মাত্র আট বছর আগেও ২৪ বর্গকিলোমিটারের একটি চর ছিলো রাজশাহীর পদ্মার ওপারে। এখন আছে দেড় বর্গকিলোমিটারের মত। এটির নাম চরখিদিরপুর। এ বছর পদ্মায় পানি আসার সঙ্গে সঙ্গে চরটি আবার ভাঙতে শুরু করেছে। গত ১৫-২০ দিনে ঘর ভেঙে নিতে হয়েছে অন্তত ৫০টি পরিবারকে।

গ্রামটিতে গিয়ে দেখা যায়, পদ্মার পাড় ঘেঁষা বাড়ি ভেঙে সরিয়ে নিতে মানুষের ব্যস্ততা যাচ্ছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, এবারই প্রথমবারের মত ঘর ভাঙছেন না তাঁরা। আগেই কয়েকদফা ঘর ভেঙে এখানে ছিলেন। এখন সেখানেও এসেছে পদ্মা। তাঁদের দূরে সরতে হচ্ছে। চরখিদিরপুরে ভাঙা ঘরের উঠানে বসে সকালের খাবার খাচ্ছিলেন নূরুল হুদা শেখের স্ত্রী রমেনা বেগম (৬১)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন