You have reached your daily news limit

Please log in to continue


মেসি-নেইমারের সঙ্গে কোপার টুর্নামেন্ট সেরা একাদশে যারা

মেসি-নেইমারের সঙ্গে কোপার টুর্নামেন্ট সেরা একাদশে যারা - সেমি লিডফুটবলস্পোর্টস - চ্যানেল আই অনলাইন ১৪ জুলাই, ২০২১ ০৯:২৬ শিরোপাজয়ী আর্জেন্টিনার চারজন, রানার্সআপ স্বাগতিক ব্রাজিলের তিনজন করে খেলোয়াড় রেখে সদ্যগত কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশ নির্বাচন করেছে কনমেবল।

জয়গা হয়নি ফাইনালে জয়সূচক গোল করা অ্যাঙ্গেল ডি মারিয়ার। সেরা একাদশের গোলরক্ষক হয়েছেন আর্জেন্টিনার জয়ের অন্যতম সারথী এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসির সঙ্গে ব্রাজিল থেকে নেইমার তো আছেনই। ফরোয়ার্ড হিসেবে আছেন মেসির সমান চার গোল করা কলম্বিয়ার লুইস ডিয়াজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন