You have reached your daily news limit

Please log in to continue


আশুলিয়ায় ১৪ মামলার আসামিসহ পাঁচ গরু চোর আটক

সাভারের আশুলিয়ায় চুরি হওয়া দুই গরুসহ পাঁচ চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার সিকাদর বাঘ কাঠগড়া ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), একই জেলার সাজাহানপুর থানার শাহাপাড়া গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সমেজ শেখ (৪০)। তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতেন। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ ১৪টি মামলা রয়েছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন