রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় চিকিৎসককে লাঞ্ছিত
রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে চড় মারলেন এক বখাটে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।অভিযুক্ত বখাটের নাম মিজানুর রহমান মিজান (২০)। তিনি শহরের হাসননগর এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের ভাই অসুস্থ তাই আজ সকালে সদর হাসপাতাল থেকে চিকিৎসককে বাসায় নিতে এসেছিল তিনি। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক আবু জাহিদ মাহমুদ হাসপাতালের জরুরি বিভাগ ফেলে বাসায় যাওয়া সম্ভব নয় বলে জানান। তিনি রোগীকে হাসপাতালে নিয়ে আসতে বলেন। এরপর সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর তার ভাইকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে লাঞ্ছিত করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে