‘মানবতা কখনও হারে না’
কবি আসাদ মান্নান ১৩ জুলাই (২০২১) তাঁর ফেসবুকে ‘‘মানবতা কখনও হারে না’’ শিরোনামে একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে চমকে উঠেছি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যকে তিনি তুলে ধরেছেন। ‘ইতিহাসের বরকন্যা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসেবে মানবতার দিশারি হয়ে উঠেছেন। বিশ্বব্যাপী তাঁর মহিমা আজ কীর্তিত হচ্ছে। কবি লিখেছেন-‘‘আজ রাতে ঘুমোতে যাবার আগে/একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে/একটা খবর দেখে মনে হলো/করোনা পীড়িত এই দুঃসময়ে/আমাদের আতঙ্ক ও দুশ্চিন্তাগ্রস্ত বুক থেকে/এক লক্ষ টন ভারি একটা অনাকাঙ্ক্ষিত বোঝা/হঠাৎ আশার স্রোতে ভেসে যাচ্ছে,/আশা জাগলো মনে/একদিন বুকটা হালকা হয়ে যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
ঢাকা পোষ্ট
| টুঙ্গিপাড়া
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে