এক্স-রে বিকল ৬ বছর,নতুন যন্ত্র বাক্সবন্দী
কার্যাদেশ দেওয়ার দেড় বছর পরেও নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন প্রতিস্থাপন করা হয়নি। এর মাঝে ছয় মাস আগে নতুন এক্স-রে মেশিন এলেও তা বাক্সবন্দী হয়ে আছে, আর পুরোনো যন্ত্রটি বিকল হয়ে আছে ছয় বছর ধরে।
যন্ত্র বিকল হওয়া এবং নতুন যন্ত্র প্রতিস্থাপনে দীর্ঘসূত্রতার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের এক্স-রে করাতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। এতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। হাসপাতালের স্টোরকিপার মো. তুহিন জানিয়েছেন, অবকাঠামোগত সমস্যার কারণে নতুন যন্ত্রটি প্রতিস্থাপন করা যাচ্ছে না।