![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1-20210710115530.jpg)
বর্ষায় শিশুর প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধের উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ১১:৫৫
বর্ষায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। বড়দের পাশাপাশি এ মৌসুমে শিশুরা বিভিন্ন সংক্রমণের শিকার হয়ে থাকে। বর্ষায় ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা পায়। এর ফলে সহজেই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয়ে থাকে শিশুরা। বর্ষার স্যাঁতসেঁতে এবং আর্দ্রতায় ছত্রাক ও ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার মূল কারণ।