ভিন্ন কোনো মতলবেই কি তালেবান ঠেকাচ্ছে না যুক্তরাষ্ট্র?
রাতের অন্ধকারে চুপিসারে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা। বাগরাম ছেড়ে যুক্তরাষ্ট্র কিছুটা হুট করেই চলে গেল। ছাড়ার আগে মার্কিনরা কিছুই জানায়নি। এমনকি আনুষ্ঠানিকভাবে এর দায়িত্বও হস্তান্তর করেনি। এমনকি বাগরামে পাঁচ হাজার তালেবান বন্দী বিনা বাধায় চলে গেছে। কাবুলের নিরাপত্তার জন্য এ ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই ঘাঁটি স্থাপন করে আফগান যুদ্ধ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী যুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে চলে যাওয়া বিস্ময়কর বটে। তুমুল ক্ষমতার অধিকারী মার্কিন সৈনিকদেরও গোপনে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে হয়। এমন ঘটনা কয়েক দিন আগে কেউ কল্পনাও করেনি। যদিও এটা নিতান্তই কৌশলগত বিষয়। কিন্তু একই সঙ্গে এ ঘটনা আফগান ও এই অঞ্চলের ভূরাজনীতিতে প্রভাব ফেলবে।