
করোনার তাণ্ডবে মানুষ যখন দিশেহারা, তখন দেশে ডেঙ্গিজ্বরের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে।
হাসপাতালগুলোতে করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে চিকিৎসকসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়তে থাকলে এসব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে। ২০১৯ সালে দেশে ডেঙ্গিজ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে গত বছর নিয়ন্ত্রণেই ছিল রোগটি। কিন্তু এবার ডেঙ্গির প্রকোপ ঊর্ধ্বমুখী।