কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমাদেরও একজন ‘পিকে’ দরকার!

বাংলাদেশ প্রতিদিন মেজর (অব.) আখতারুজ্জামান প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০০:০০

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ‘চমক’ দেখানোর পর আওয়াজ তুলেছিল, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনেও আসল চমক দেখাবে পশ্চিমবঙ্গের জনগণ, এখানে ফুটবে পদ্মফুল।’ অর্থাৎ বিজেপির মার্কা পদ্মফুলের বিজয় হবে। ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা মানে রাজ্যসভার নির্বাচনে তৃণমূলকে হটিয়ে ‘আসল পরিবর্তন’ আনবে বিজেপি। ২০২১ সালে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন হয়ে গেছে। নির্বাচনে জয়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি ও তৃণমূল। বিজেপির এবারের টার্গেট ছিল ১৮০ আসন; বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতৃত্বকে জানিয়েও দিয়েছিলেন সে কথা। তিনি বলেছিলেন, ২০২১ সালের নির্বাচনে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল। কিন্তু নির্বাচনের আগে প্রশান্ত কিশোর নামে এক ভদ্রলোক বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, তৃণমূলই জিতবে ২০২১ সালের পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনে। বিজেপি ৩ সংখ্যার অঙ্কে অর্থাৎ ১০০ আসন পাওয়ার লক্ষ্যেই পৌঁছাতে পারবে না বলে প্রশান্তবাবু ভবিষ্যদ্বাণী করেন। প্রশান্তবাবুর কথামতো বিজেপি আটকে থাকবে ২ সংখ্যায় তথা ৯৯ বা তার কম আসনে। তিনি এও বলেছিলেন, যদি বিজেপি ৩ সংখ্যার আসন পায় তবে প্রশান্তবাবু তার নিজের সংস্থা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাবেন। এরপর ২০২১ সালের রাজ্যসভার নির্বাচনের ফল গণনায় প্রশান্তবাবুর কথাই বাস্তবে প্রমাণিত হয়। ওই নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে মমতা ব্যানার্জির তৃণমূল পায় ২১৩টি আর বিজেপি ৭৭টি আসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও