বিশ্বব্যাপী করোনা অতিমারির নতুন প্রকরণ ভারতে উদ্ভূত ডেলটা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব-বিস্তার-প্রাণ সংহারের দুঃসহ ও নির্দয় দৃশ্য মানবজাতির হৃদয়ে নিগূঢ় উদ্বেগ-উৎকণ্ঠা গভীর থেকে গভীরতম হতে চলেছে। ৫ জুলাই সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিগত ১৫ দিনে শুধু চট্টগ্রামেই রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে এবং সংক্রমণের চেয়ে অধিক মাত্রায় আগ্রাসী রূপ ধারণ করলে শয্যাসহ নানা সরঞ্জামের ভয়াবহ সংকট পরিলক্ষিত হবে। 'জীবন সর্বাগ্রে' মাননীয় প্রধানমন্ত্রী উচ্চারিত প্রতিপাদ্যকে পরিপূর্ণ বিবেচনায় জীবন-জীবিকার সমান্তরাল সচলতা নিশ্চিতকরণে উদাসীনতার নিরঙ্কুশ পরিহারে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
You have reached your daily news limit
Please log in to continue
সামাজিক অপরাধের হতাশাজনক চিত্র
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন