রাজনীতিবিদেরা কেন ক্ষমতাহারা?
রাজনীতিবিদেরা সরকারি কর্মকর্তাদের ক্ষমতায়নের মডেল তৃণমূল পর্যন্ত ‘প্রশাসক’ নিয়োগকেন্দ্রিক আমলাতান্ত্রিক ক্ষমতাচর্চার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কারও কারও মতে, আমলারা খেলছেন, গোল দিচ্ছেন আর রাজনীতিবিদেরা দর্শক হয়ে খেলা দেখছেন, কিন্তু খেলাটা তাঁরা উপভোগ করতে পারছেন না। কেউবা সাংসদদের শুধু ‘হ্যাঁ বা না’ বলার সদস্য হিসেবে দেখছেন। প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদদের উপলব্ধিটা এত দেরিতে এসেছে কেন?