কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃতীয় ঢেউয়ের আগে আর ভুল করা যাবে না

ইত্তেফাক সুখরঞ্জন দাশগুপ্ত প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ১০:৩৮

গত প্রায় দেড় বছর ধরে অতিমারি করোনায় ভারতে কত লোক মারা গিয়েছে, তার সঠিক তথ্য দেশের সরকারের কাছে নেই। তারা একেক দিন একেক রকম তথ্য দিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এ দিয়ে এক অদ্ভুত বিভ্রান্তি ও সংকট তৈরি হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ১লা জুলাই এক টেলিভিশন সাক্ষাত্কারে বলেছেন, করোনায় ভারতে কত মানুষ মারা গেছেন, কত জন আক্রান্ত, কত লোক সেরে উঠেছেন সে তথ্য ঠিকভাবে দিচ্ছে না ভারত সরকার। এর ফলে সমগ্র ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে এক বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারত সরকার অবিলম্বে সঠিক তথ্য প্রকাশ করুক। একই ধরনের কথা বলেছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি হার্ভার্ড থেকে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘করোনা নিয়ে দিল্লি কী করছে বুঝতে পারছি না। আমরা এখানে একরকম তথ্য পাচ্ছি আর দিল্লি অন্যরকম তথ্য দিচ্ছে। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও