কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিরক্ষা বাজেট এবং একটি পর্যালোচনা

সমকাল ইশফাক ইলাহী চৌধুরী প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১২:০০

এবারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, যা ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত বাজেট হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের ৬.২৪ শতাংশ। এ বছর প্রতিরক্ষা খাতে গত বছরের চেয়ে ২ হাজার ৩২৭ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দে অবশ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক খরচ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন কয়েকটি বিভাগের ব্যয়ও ধরা হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭ হাজার ২৫১ কোটি টাকা। সাধারণত মোট বাজেটের ৫০ শতাংশ ব্যয় হয় সেনাবাহিনীর খাতে, বাকি অর্ধেক যায় নৌ ও বিমানবাহিনীতে। গত ১২ বছরে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বেড়েছে তিন গুণেরও বেশি। তবে জিডিপির হিসাবে দেখা যাচ্ছে, যেখানে ২০১১-১২ অর্থবছরে প্রতিরক্ষা খাতের বরাদ্দ ছিল ১.৩৯ শতাংশ, সেটা কমে ২০২১-২২ অর্থবছরে এসে হয়েছে জিডিপির ১.২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও