নিয়ন্ত্রণ করতে হবে স্বভাবকেও
ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরকার অবশেষে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। ১ জুলাই থেকে এই লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সঙ্গে সেনাবাহিনীকেও নামানো হয়েছে। জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। তারপরও কিছু মানুষ বিধি ভঙ্গ করে রাস্তায় নামছে। সবাই যে প্রয়োজনে বা পেটের তাগিদে পথে নামছে, তা কিন্তু নয়। অনেকে নানা অজুহাত দেখিয়ে, এমনকি লকডাউন দেখতেও পথে নামছে। ব্যাপক প্রচার প্রোপাগাণ্ডা, প্রায় দেড় বছর ধরে দেশ-বিদেশে করোনায় আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের অসহনীয় কষ্ট, মৃত্যুর মিছিল দেখেও আমাদের দেশের বেশির ভাগ মানুষ এখনো স্বাস্থ্যবিধি মানছে না। আর স্বাস্থ্যবিধি না মানার কারণে পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক পর্যায়ে উপনীত হচ্ছে।