You have reached your daily news limit

Please log in to continue


Aamir Khan-Kiran Rao: প্রকাশ্যে চুম্বন থেকে রণবীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ফিরে দেখা আমির-কিরণের কিছু বর্ণময় মুহূর্ত

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে খবরের শিরোনামে আমির খান এবং কিরণ রাও। নেটমাধ্যমেও এই মুহূর্তে ‘ট্রেন্ডিং’ দুই নাম। তবে এই প্রথম নয়, ১৫ বছরের দাম্পত্যের দীর্ঘ সফরে একাধিক বার চর্চায় উঠে এসেছে বলিউডের এই বর্ণময় জুটি। এক ঝলকে দেখে নেওয়া যাক সে রকমই কিছু উদাহরণ —

কর্ণ জোহরের চ্যাট শোয়ের বহুল জনপ্রিয় অংশ এই ‘র‍্যাপিড-ফায়ার’ পর্ব। একে বলিউডের যাবতীয় বিতর্কের আঁতুড়ঘর বললেও ক্ষতি হবে না। এই পর্বে সঞ্চালক কর্ণ অতিথিদের নানা আজগুবি এবং বিতর্কিত প্রশ্ন করে থাকেন । অতিথিরাও ‘ফায়ার’ অর্থাৎ আগুনের মতো ঝলসে দেওয়া উত্তর দিতে পারলে পুরস্কারস্বরূপ বহুমূল্য ‘হ্যাম্পার’ পেয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন