![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2017/05/channeli.png)
সেরে উঠছেন কবীর সুমন, মমতার প্রতি কৃতজ্ঞতা
গেল সোমবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘জাতিস্মর’ খ্যাত শিল্পী কবীর সুমন। শুরুতে অবস্থা গুরুতর থাকলেও বর্তমানে সেরে উঠছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এই শিল্পী।
সবাই মনে করেছিলেন করোনায় আক্রান্ত হয়েছেন কবীর সুমন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তার গলার সংক্রমণ নিয়ন্ত্রণে।
শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে অবস্থানরত কবীর সুমন একটি স্থিরচিত্র দিয়ে লিখেছেন, ‘৩ জুলাই বিকেল ৩টা ৪৫। কলকাতার এস এস কে এম থেকে। অক্সিজেন সহযোগিতা ছাড়াই। রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকাসেবকবৃন্দ, কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালোবাসা। জানান, ক্রমশ সেরে উঠছেন।