অর্থবিলে কালোটাকা সাদা করার সুযোগ বহাল রাখা দুর্নীতির পৃষ্ঠপোষকতার নামান্তর উল্লেখ করে একে সততা, নৈতিকতা ও সংবিধান পরিপন্থী বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাজেট প্রস্তাবনায় না থাকার পরও অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বহাল থাকার কথা উল্লেখ করে টিআইবি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, চূড়ান্ত বিচারে এটি দুর্নীতিবাজ ও এর পৃষ্ঠপোষকদেরকে মাল্যদানসম উপহার। চালাকির আশ্রয় নিয়ে এখন এই সুযোগ রাখা হলো।