দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যুসহ আক্রান্ত ১৩৬জন
করোনায় আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। এ কারণে দিনাজপুরে করোনাভাইরাসের টেস্ট বাড়াতে উপজেলার পাশাপাশি দিনাজপুর শহরে আরেকটি আ্যান্টিজেন্ট টেস্ট চক্ষু হাসপাতালের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুরু করা হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
এদিকে, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬৭ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ৩১৬টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজিটিভ। শনাক্তের হার ৪৩.০৩ শতাংশ।