শিল্প-সাহিত্যে কি সামাজিক দায়বদ্ধতা থাকতে নেই?
দেশে এখন লেখকের ছড়াছড়ি। যেদিকে তাকাবেন কেবলই লেখক আর লেখক। এরা অবিরাম গতিতে লিখে চলেছেন। লিখছেন বই, প্রবন্ধ, ফিচার, কবিতা, উপন্যাস, গল্প, সংগীত, চিত্রনাট্য, আরও কত কী। লিখছেন ম্যাগাজিনে আর শত শত পত্রপত্রিকায়। আবার অনেকে লিখছেন গবেষণামূলক জার্নালে। কাজেই এ দেশে লেখকের ঘাটতি নেই।
তবে এসব লেখকের কতজন প্রকৃত লেখক, সে বিষয়ে প্রশ্ন আছে। আর প্রকাশিত লেখাগুলোর মধ্যে কতগুলো মানসম্পন্ন লেখা, আর কতগুলো আপসকামী, ঝুঁকিমুক্ত, নিরাপদ এবং সহানুভূতিশীল ফরমায়েশি লেখা, সে বিষয় নিয়ে ভাবার আছে।
- ট্যাগ:
- মতামত
- সামাজিক দায়বদ্ধতা
- শিল্প-সাহিত্য