ভোট নয়, সমঝোতায় পাস

দেশ রূপান্তর চিররঞ্জন সরকার প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০৯:৪১

দেশে বিনা ভোটে এমপি হওয়ার এক নতুন কারসাজি চালু হয়েছে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন করে সংকটগ্রস্ত হয়েছে। রাজনীতিতে ভালো দৃষ্টান্তগুলো অনুসরণ করার রীতি খুব একটা দেখা যায় না। নেতিবাচক বিষয়গুলোই বেশি বেশি চর্চা করা হয়। ফলে রাজনীতির গুণগত মান বাড়ে না। একটু একটু করে রাজনীতি বরং অধঃপতনের দিকেই এগিয়ে যায়। মানুষ রাজনীতির প্রতি আস্থা হারায়। দুর্বল হয় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে রাজনীতিবিদদের মধ্যে কোনো বিকার আছে বলে মনে হয় না। এমনিতেই আমাদের দেশে নির্বাচন, নির্বাচনব্যবস্থা নিয়ে মানুষের মনে প্রবল অবিশ্বাস ও অনাস্থা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মনে রয়েছে প্রবল সংশয়। বিভিন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনব্যবস্থায় ক্ষমতাসীনদের ক্রমাগত হস্তক্ষেপের ফলে বিরোধী পক্ষ নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারে না। এর ফলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। বিএনপির এই সিদ্ধান্ত এমনিতেই নির্বাচনী গণতন্ত্রকে দুর্বল করে দিয়েছে। কেননা সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন আসলে সফল হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও