শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি : করোনাকালীন বাজেট
Education is the most powerful weapon which you can use to change the world. - Nelson Mandala. আজন্ম স্বাধীন, সম্পদবিহীন ব্রিটেন সূর্যাস্তবিহীন রাজ্যশাসন করে সম্পদের পাহাড় গড়েছিল মেধা আর শিক্ষা দিয়ে। ইতিহাস বলে, বিশে^র যে দেশ যত বেশি উন্নতির সোপান গড়েছে সে দেশ তত বেশি শিক্ষায় বিনিয়োগ করেছে। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শতভাগ নিরক্ষরতা দূরীকরণ, নারী শিক্ষা, বৈষম্যবিহীন একমুখী শিক্ষা, মেধার মূল্যায়ন, মেধা পাচার রোধ, শিক্ষকতায় মেধাবীদের সর্বাধিক মূল্যায়ন, উচ্চশিক্ষায় গবেষণা, দলীয় প্রভাবমুক্ত শিক্ষা প্রশাসন, কারিগরি শিক্ষার উন্নয়ন, মাদরাসা শিক্ষায় আধুনিকীকরণ, সর্বোপরি সুশিক্ষিত জাতি গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে জাতি গঠনে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এটিই ছিল প্রত্যাশা। এই তো সেদিনের কথা। এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। হলাম স্বাধীন, পেলাম লাল-সবুজের পতাকা। পেরিয়ে গেল ৫০টি বছর। সুবর্ণজয়ন্তীতে এসে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কষছি। ১৯৭২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলো, ১৯৭১ ও ’৭২ - এ দুই বছরের সব পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হলো ৩০০ নম্বরের। আর পাবলিক পরীক্ষা ছাড়া সব ক্লাসে অটো প্রমোশন।