![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/24/og/212916_bangladesh_pratidin_thai.jpg)
থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের রাজপথে বিক্ষোভকারীরা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন।
বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রাইয়ূথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন।