কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিনাজপুর ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ৪৮ শতাংশ

এনটিভি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১৮:০০

দিনাজপুর সদরে লকডাউনের আজ ১০ দিন। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।  শনাক্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার দুইজনের। শনাক্ত হয়েছে ৪৮৩ জন। এর মধ্যে সদরেই রয়েছে ৩১৩ জন।  জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৮ জনে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী রয়েছে এক হাজার ৬৭৮ জন। জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করে জানান, যে তিনজন মারা গেছেন, এরা সদর উপজেলার বাসিন্দা।


পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেছেন, ‘পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে করোনার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবৈধ মোটরসাইকেল আটক, বিভিন্ন পয়েন্টে তল্লাশিসহ সব ধরনের কাজ করছেন। সাধারণ মানুষ সচেতন না হলে একা পুলিশ বিভাগের পক্ষে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও