‘বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারে নারী ইউএনও না রাখার প্রস্তাব গ্রহণযোগ্য নয়’
মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প খুঁজে বের করার যে প্রস্তাব সংসদীয় কমিটি দিয়েছে, তা গ্রহণযোগ্য নয় এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল বুধবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘এ প্রস্তাব সরাসরি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি বিবেচনার কোনো সুযোগই নেই। এমন প্রস্তাব গ্রহণ করব না আমরা।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ১৩ জুন এক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনওর বিকল্প খোঁজার প্রস্তাব দেয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান। স্থায়ী কমিটির সদস্য হিসেবে মুক্তিযুদ্ধমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন।