কেরানীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪৫ জন উদ্ধার

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।


আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।


খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। 


পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  ভবন থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।


ঘটনাস্থল থেকে সুতা ব্যবসায়ী রাজু এন্টারপ্রাইজের মো বশির বলেন, ভোরবেলা খবর পেয়ে ঢুকতে যাই। কিন্তু পারিনি। কালো ধোঁয়া। কিছু দেখা যায় না, চোখ দিয়ে পানি পড়ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন একটু নিয়ন্ত্রণে আনার পর ১০টার দিকে ভেতরে ঢুকে কিছু মালামাল উদ্ধার করতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও