১০ নম্বর শর্ত থেকে মুক্ত হলো রবি
মূল নম্বর সিরিজ বা স্কিমের পাশাপাশি গ্রামীণফোনের ০১৩ ও বাংলালিংকের রয়েছে ০১৪ নম্বর। রবির এটা না থাকলেও অপারেটরটির সঙ্গে একীভূত হয়ে যাওয়া এয়ারটেলের ০১৬ নম্বরই হওয়ার কথা ছিল দ্বিতীয় নম্বর সিরিজ। কিন্তু একীভূতকরণের বিভিন্ন শর্তের মধ্যে এতদিন বিষয়টি আটকে ছিল। অন্যান্য ব্লক বিক্রি করতে পারলেও ০১৬০ ও ০১৬১ স্লট দুটি বিক্রি করতে পারতো না রবি। তবে সেই বাধা কেটে গেছে। রবি এখন নম্বরগুলো বিক্রি করতে পারছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মার্জারের (একীভূতকরণ) ১০ নম্বর শর্ত বিশেষভাবে সংশোধন করেছে। কারণ, সংশোধনের ক্ষমতা বিটিআরসির হাতেই ছিল। গত মার্চ মাসে বিটিআরসির ২৫১তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে