আলী খামেনির পুরো নিয়ন্ত্রণে এল ইরান
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শেষ হয়ে গেছে ১৮ জুন। ভোটের আগেই সবাই জানত কে জিতবে। ‘এক ব্যক্তির নির্বাচন’ই ছিল এটা। সেই অর্থে ইরান এখন উগান্ডা, উত্তর কোরিয়া কিংবা ও রকম অন্যান্য দেশের কাতারে চলে এল। তবে দেশটিতে ভোট পর্ব আছে এখনো এবং ভোটের দিন প্রশাসন কারচুপি করেছে বলে সমালোচনা নেই। সে বিবেচনায় ইরান মুসলমানপ্রধান অনেক দেশের চেয়ে আলাদা।
তবে নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ ইরানিদের বাড়তি উদ্দীপনা নেই। তারা কাবু অর্থনৈতিক সংকটে। সেই সংকট সামাল দিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নায়কের ভূমিকা নিতে পারবেন—এমন বিশ্বাস ইরানে কম জনেরই আছে। বরং এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটি একরোখা রাজনীতির নতুন এক যুগে প্রবেশ করল। রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের ছিটেফোঁটা আওয়াজগুলো অনেক পিছিয়ে গেল।