বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের। এবার তার বিরুদ্ধে ভারতের লোকসভায় স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। তিনি বলেছেন, নিজের জীবন নিয়ে লোকসভায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তৃণমূলের এই সাংসদ।
জানা গেছে, নুসরাতের বিচার চেয়ে গত ১৯ জুন স্পিকারকে একটি চিঠি লিখেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে নুসরাতের লোকসভা প্রোফাইলও জুড়ে দেন তিনি। যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ।