এ যুগে এ বড় দুঃসাহসই বটে
আমরা বড়ই আজব জাতি। দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়-অনৈতিকতায়, বৈষম্যে আমাদের জুড়ি নেই। নারীর প্রতি বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে আমরা কেবল ভয়ংকর নই, হাস্যকর মাত্রায় এগিয়ে। সম্প্রতি একটি আলোচিত ঘটনায়-সংবাদে এমনটি না ভেবে কোনো উপায়ই থাকে না।
সংবাদটির শিরোনাম ছিল : ‘গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্প চায় সংসদীয় কমিটি (প্রথম আলো, ১৩ জুন, ২০২১)’ সংবাদটি পড়ে জানতে পারি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প চায়। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রক্রিয়ায় পদাধিকারভাবে অর্জিত নারী-ইউএনওর অংশগ্রহণে নিষেধাজ্ঞা চায় স্বয়ং মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে তারা নারীর জানাজায় অংশ নিতে না পারার মতো ধর্মীয় রীতিকে খোঁড়া-যুক্তি হিসেবে হাজির করে।