'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের' কৌশল কি বদলে যাচ্ছে? - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২০ জুন ২০২১, ২২:২২
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কৌশলে কি পরিবর্তন আসছে? বিদেশের মাটিতে বিপুল সংখ্যক পশ্চিমা জোটের সৈন্য মোতায়েনের দিন কি শেষ? বিশ বছর পর আফগানিস্তান ছেড়ে যাবার জন্য পশ্চিমা দেশগুলোর সৈন্যদের তাড়াহুড়ো দেখে কারো কারো এটা মনে হতে পারে। মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের যে অবশিষ্ট কয়েক হাজার সৈন্য এতদিন আফগানিস্তানে মোতায়েন ছিল - তারাও এমাসে বিদায় নিচ্ছে।
ইরাকে ব্রিটেন ও অন্য পশ্চিমা দেশগুলোর যে সৈন্যরা এখন আছে - তাদের এখন আর কোন বড় রকম সরাসরি যুদ্ধের ভূমিকা পালন করতে হচ্ছে না। আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের সৈন্যদের যে সামরিক ভূমিকা ছিল -তাও এখন বহুলাংশে কাটছাঁট করার ইঙ্গিত দেয়া হচ্ছে।