মিলখার আকাশছোঁয়া মাথা
এখন আর ওসব সংখ্যার কচকচানি শুনতে ভালো লাগছে না। কি আর হবে জেনে মিলখা সিং কবে কোথায় কখন কটা মেডেল জিতেছেন। মিলখা সিং মানেই তো একের পর এক ট্র্যাক রেকর্ড ভাঙা-গড়া। মিলখা মানেই ট্র্যাকে এক রঙিন প্রজাপতির ওড়াউড়ি। মিলখা মানেই নতুন নতুন কত কত গল্পের জন্ম নেওয়া।
সেই যে সেই গল্পটা। কাল গভীর রাতে মিলখার চলে যাওয়ার খবরটা শুনেই মনে পড়েছিল সেই চমকপ্রদ কাহিনীটা। ভোর ভোর চণ্ডীগড়ের রাস্তায় কিংবদন্তি প্রবীণ অ্যাথলিটকে দৌড়াতে দেখে প্রতিবেশী মানুষজন একটু অবাক হয়েই জানতে চাইলেন, কী ব্যাপার আজ এখন এই প্রায় রাত থাকতে কোথায় ছুটছেন! আপনি তো একটু বেলায় ছোটেন। মিলখা সিং ছুটতে ছুটতেই জবাব দিলেন‘আরে ভাই বাড়িতে এক চোর এসেছিল অনেকক্ষণ আগে। আমার বউ বল্লো, তাড়া করতে। আমি ধীরে-সুস্থে রাত-পোশাক পাল্টে যখন ধরব বলে পথে নামলাম ততক্ষণে চোরব্যাটা কিছু না হোক মাইল তিনেক এগিয়ে গেছে।’ প্রতিবেশীরা ধরেই নিলেন চোর পালিয়ে গেছে। মিলখা সিং তাদের আশ্বস্ত করলেন‘আমি বাড়ি থেকে বেরিয়ে ওকে কিছুক্ষণের মধ্যেই পেছনে ফেলে দিলাম। এখন সে অন্তত চার কিলোমিটার পেছনে পড়ে রয়েছে।’