![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/8990/production/_118961253_gettyimages-1162663105.jpg)
করোনার মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম 'সমস্যার দুষ্টু চক্রের' মধ্যে পড়েছে - BBC News বাংলা
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত দেড় বছর যাবত সরকার ধাপে-ধাপে যেসব বিধি-নিষেধ আরোপ করেছে তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এনজিওগুলোর ক্ষুদ্রঋণ বিতরণ এবং আদায় কার্যক্রম। যেসব এলাকায় করোনার প্রাদুর্ভাব বেশি সেখানে যাতে ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওগুলো চাপ প্রয়োগ না করে সেজন্য মৌখিক নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
এনজিও সাথে সংশ্লিষ্টরা বলছেন, কোভিড মহামারির কারণে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে ছোট ছোট অনেক এনজিও তাদের কার্যক্রম বন্ধ করার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। সাতক্ষীরার তালা উপজেলার একজন মুদি দোকানি রুবেল মোল্লা।